২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ফোন । দাম । রিভিউ । ছবি

২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ফোন । দাম । রিভিউ । ছবি


২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ফোন । দাম । রিভিউ । ছবি - আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর, মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর স্মার্ট ফোন মোবাইলের জগতে এনে দিয়েছে বিপ্লবী এক পরিবর্তন। তাই আমরা অনেকেই ফোন কেনার সময় ভালো মন্দের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। 

কোনটা কিনব কোনটা কিনবো না বর্তমান বিশ্বে কোন কোন কোম্পানির গুলোর তাদের প্রোডাক্ট দিয়ে মার্কেট দখল করে করেছে। সেসব বিষয়ে অনুসন্ধানের সুযোগ হয়ে ওঠেনা। তাই আমরা চেষ্টা করছি আর্টিকেলের মাধ্যমে ২০২৩ সালের সেরা ১০ মোবাইল ফোন  দাম  রিভিউ  ছবি  বিস্তারিত আলোচনা করার।

২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ফোন । দাম । রিভিউ । ছবি


বর্তমান সময়ের সবচেয়ে সেরা ১০ টি ফোন নিয়ে আজকে লেখা আর্টিকেলে ধারাবাহিকভাবে আপনারা ভালো ফোন গুলো দেখে নিন এক্ষেত্রে আপনারা ছবি এবং এর ফিচার পারফরম্যান্স সম্পর্কে জানতে পারবেন।


Asus ZenFone 9


বর্তমানের  ফোন মোবাইল গুলো যেখানে স্ক্রিনের সাইজ বাড়ানো নিয়ে যুদ্ধে নেমে সে সেখানে মাত্র ৫.৯ ইঞ্চি ডিসপ্লে এই ছোটখাটো দেখতে ফোনটি যে আড়ালে চমক রেখেছে তা বুঝাবে কঠিন। 

ফোনের পিছনে অযথা ক্যামেরা সেন্সরের বাগান তৈরি না করে বরং দুইটি কাজের সেন্সর Asus ZenFone 9 ফোনটিতে যোগ করেছে Asus কোম্পানি। 

যেকোনো ধরনের স্মার্টফোনের ক্যামেরা লেন্সের সুবিধা কিন্তু ঠিকই প্রদান করেছে এই Asus ZenFone 9 ফোন আবার এদিকে পারফরম্যান্সের দিক দিয়ে কোন কমতি থাকছে না।

স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এর কল্যাণে বর্তমানে স্মার্টফোনের বাজারে যেখানে কম্প্যাক্ট ফোনের আনাগোনা নেই বললেই চলে সেখানে asus zenfone 9 ফোনটি কম্প্যাক্ট ফোন লাভারদের জন্য একটি স্বস্তির নিঃশ্বাস বটে এটি একজন ফোন লাভার মুগ্ধ হতে পারে এরকম ফিচার নিয়ে তৈরি হয়েছে।

Asus ZenFone 9 feature


  • ডিসপ্লে;  ৫.৯ ইঞ্চি 
  • প্রসেসর:  স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা 
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি 4300 মিলি এম্পিয়ার 
  • চার্জিং:  ৩০ ওয়াট
  • দাম:  ৮০ হাজার টাকা
  • রেম/ রুম: 8/16 - 128/256।


xiaomi 12t pro 


বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় শাওমি ১২টি প্রো  স্থান করে নিয়েছে, এর অসাধারণ মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ও পারফরম্যান্সের কারণে কোয়ার্ড স্পিকারের সাথে শাওমি ১২টি প্রো এর অসাধারণ ডিসপ্লে প্রদান করবে। টপ ক্লাস মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ফোনটির ক্যামেরা ভাল হলেও তালিকার অন্যান্য ফোনের মত এত শীর্ষ তালিকা নেই স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত এই ফোনের ফিচার এর অভাব নেই।



কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে শাওমি ১২টি pro ফোনটিতে ৭৫০ ইউরো দামের এই ফোনটিতে রয়েছে ভেতর চেম্বার যা ফোনটিকে লম্বা গেমিং টেনসনেও হিট থেকে রক্ষা করবে। এই ফোনের হেড লাইনিং ফিচার কিন্তু ২০০ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা অর্থাৎ একটা ফ্লাশিপ ফোনের যে কয়টি চমৎকার ফিচার না হলেই নয় তার প্রতিটি এই ফোনে রয়েছে এসব কারণে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় xiaomi 12t pro স্থান করে নিয়েছে।

xiaomi 12t pro feature the phone


  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮+ জেন১
  • ব্যাক ক্যামেরা: ২০০ মেগা পিক্সেল ত্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: 5000 মিলি এম্প
  • চার্জিং: ১২০ ওয়াট
  • দাম: ৭৫ হাজার টাকা।

Oneplus 10 pro 


এমনিতেই ওয়ানপ্লাস ফোনের নাম শুনলেই ফোন প্রেমীরা একটু নড়েচড়ে বসে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় ওয়ান প্লাস এর একটি ফোন থাকবে না তা তো অসম্ভব আমাদের এই তালিকায় ওয়ান প্লাসের ফেলাকশিপ ফোন ওয়ান প্লাস 10 pro অসাধারণ ফিচার এর জোরে স্থান করে নিয়েছে বেশিরভাগ মানুষ তো এখন স্যামসাং বা পিক্সেল এর বিকল্প হিসেবে স্ন্যাপ ড্রাগন ৮ জেন ১ ও ৮০ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।

তবে শাওমি ১২ টি প্রো এর মত এই ফোনটি ও তালিকার অন্যান্য শুনেছে ক্যামেরা বেচারে কিছুটা পিছিয়ে থাকবে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটিতে আরো রয়েছে সবার প্রিয় অক্সিজেন ও এস।

one plus 10 pro এর ফিচার


  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপ ড্রাগন ৮ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগা পিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি এম্প
  • চার্জিং: ৮০ ওয়াট
  • মোবাইলের দাম: 85 হাজার টাকা।

Samsung Galaxy z flip 4


এবারে আমাদের সামনে রয়েছে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় এবং কোম্পানিতে অন্যতম অবদান স্যামসাং গ্যালাক্সির আরো একটি নতুন ফোন।

এখানে আমরা রেখেছি স্যামসাং গ্যালাক্সি জি ফিলিপ চায়ের ফোন থেকে স্যামসাং গ্যালাক্সি জি ফিলিপ থ্রি এর সমস্যা ছিল এর খারাপ ব্যাটারি ও মোটামুটি মানের ক্যামেরা আর এসব বিষয় সমাধানের সাথে আরো নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এসেছিল samsung galaxy g ফিলিপ ৪ । 

samsung galaxy z flip 4 feature


  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপ ড্রাগন ৮+ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ১২ মেগাপিক্সেল ২টি ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ১০ মেগা পিক্সেল
  • ব্যাটারি: ৩৭৯০ মিলি এম্প
  • চার্জিং: ২৫ ওয়াট
  • মোবাইলের দাম: ১ লাখ ৫৫  হাজার টাকা।

Oppo find X5 pro


বিশ্বের ২০২৩ সালের সেরা স্মার্টফোনের তালিকায় আরো একটি অনন্য সংযোজন Oppo find X5 pro
আমরা সকলেই জানি অপ্পো ফোনগুলোতে সাধারণত ক্যামেরার দিক দিয়ে একটু বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। তাই যারা ভিডিও এবং ছবি তোলা বেশি পছন্দ করেন বা যাদের জন্য প্রয়োজনীয় তারা এই ফোনটি নির্বাচন করতে পারেন।

এই ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচার যা নিচের তালিকায় দেখুন।

Oppo find X5 pro feature


  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপ ড্রাগন ৮ জেন ১
  • ব্যাক ক্যামেরা: 50 মেগাপিক্সেল তিনটি ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগা পিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি এম্প
  • চার্জিং: ৮০ ওয়াট
  • মোবাইলের দাম: 95 হাজার টাকা।


এই ছিল ২০২৩ সালের সেরা ৫ টি মোবাইল ফোন । দাম । রিভিউ । ছবি নিয়ে আমাদের আজকের আর্টিকেল আশা করি আপনাদের কোন ফোনটি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের অন্যান্য পোস্ট গুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ।



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post