১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ

১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ


১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ - স্মার্টফোনের জগতে samsung অন্যতম সেরা একটি কোম্পানি। দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। একটি সুপরিচিত নাম ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বর্তমান বিশ্বের সেরা এক্সপার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হল স্যামসাং ।


আমাদের এ আই বিডি-২৪ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

স্যামসাং  মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ব্যবহারকারীরা এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও samsung এর বেশ জনপ্রিয়তা রয়েছে।


বিশেষ করে স্যামসাংয়ের এ সিরিজ ও এম সিরিজের মোবাইল ফোন সমূহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মধ্যে একটি আনন্দ দেখা দিয়েছে এই ফোনগুলো মূলত ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েল মি সাথে সমান সমানে প্রতিযোগিতায় আছে samsung। 


চলুন আজকের আর্টিকেল থেকে জেনে নেয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইলের দাম ও এর ফিচার সম্পর্কে করা হয়েছে আপনারা চাইলে samsung এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকটি ফোনের দাম জেনে নিতে পারেন।


১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ


প্রিয় স্মার্টফোন ব্যবহারকারী বন্ধুরা এখানে আমি সেরা দশটি samsung এর ফোন সম্পর্কে আলোচনা করেছি। চলুন তাহলে দেখে নেয়া যাক, আজকের আলোচনায় কোন ফোন গুলো দাম এবং ফিচার দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে। উল্লেখযোগ্য দাম বিবেচনা এবং ফিচার বিবেচনায় আমাদের এই তালিকা করা হয়েছে।


samsung galaxy a 04e price & review / স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ

samsung galaxy a 04e price & review


samsung বাজেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি ফোন হল samsung galaxy a 04e এটি। ৬.৫ ইঞ্চির একটি বড় স্কিন ডিসপ্লে দেওয়া হয়েছে, ভালো কনটেন্ট ওয়াচিং অভিজ্ঞতার জন্য। MediaTek Helio P35 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে,। এটি খুব বেশি শক্তিশালী না হলেও দৈনন্দিন কাজ করা যাবে খুব ভালোভাবেই। তিন জিবি রেম ও ৩২ জিবি মেমোরি পাবেন সাথে। 


সফটওয়্যারের মাধ্যমে রেম বাড়িয়ে নেওয়ার প্রযুক্তি দেওয়া হয়েছে স্যামসাংয়ের এই ফোনটিতে। ক্যামেরা পিছনে আছে ১৩ মেগাপিক্সেল  ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে। samsung সব সময়ই ব্যাটারির দিকে এবং চার্জ ব্যাকআপ এর দিকে নজর দেয় তাই এতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার মিলি অ্যাম্পের বড় একটি ব্যাটারি। সারাদিন সহজেই আপনাকে এটি ব্যাকআপ দেবে। 


এছাড়া টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করার সুবিধা ও পাবেন এই ফোনে। তবে ফোনটিতে নেই কোন ফিঙ্গারপ্রিন্ট এর সেন্সর। পাবেন মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা। এছাড়া ডুয়াল সিম ফোরজি সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে বাজেটে ভালো একটি প্যাকেজ দিচ্ছে samsung galaxy a 04e এই ফোনটি।


samsung galaxy a 04e feature 


  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি 35
  • Ram: ৩ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ৩২ জিবি 
  • পিছনের ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি-এম্প
  • samsung galaxy a 04e এর দাম: ১৩.৪৯৯ টাকা।


Samsung Galaxy A14 Price & Review

Samsung Galaxy A14 Price & Review


স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ - যারা মধ্যম বাজেটের ফোন কিনতে চান তাদের জন্য বাজেটে এবছর samsung এর নতুন একটি ফোন হল Samsung Galaxy A14 । পারফরম্যান্স অফ ক্যামেরা দুই দিকেই বেশ দারুন একটি ফোন। একটি বিশাল সাইজের ডিসপ্লে রয়েছে ৬.৬ ইঞ্চির। তবে এটি একটি এলসিডি ডিসপ্লে এবং কোন হাই রিফ্রেশ রেট নেই। বাংলাদেশের অফিসিয়াল ভাবে এই ফোনটির এক্সিনোস ৮৫০ চিপের ভার্সনটি পাওয়া যায়। এটি মিডরেঞ্জ ফোনের জন্য ভালো একটি চিপ।  


দৈনন্দিন টুকটাক কাজ যেমন ভিডিও দেখা কল ভিডিও এডিট করা ইউটিউব বলোগিং করা ছাড়াও গেমিংও ভালো অভিজ্ঞতা পাবেন এই ফোনটিতে। ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ। পিছনে আছে তিনটি ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের।  পাঁচ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও। সামনে পাচ্ছেন 15 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।


ফোনটিতে ৪ জিবি রেম ও 64gb storage দেওয়া রয়েছে। র‍্যাম সফটওয়্যার এর মাধ্যমে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ফোনের ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। ৫ হাজার মিলি অ্যাম্প এর ব্যাটারি ১৫ ওয়াটের চার্জিং, সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড তেরো ইত্যাদি সহ বিভিন্ন সুবিধা ও থাকবে এই ফোনে।


Samsung Galaxy A14 feature


  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর: এক্সিনোস
  • Ram: ৪ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ৬৪ জিবি 
  • পিছনের ক্যামেরা: ৩ টি ৫০+৫+২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি-এম্প
  • Samsung Galaxy A14 এর দাম: ২১,৯৯৯ টাকা।


Samsung Galaxy A34 5g Price & Review

Samsung Galaxy A34 5g Price & Review


এ বছরের বাজারে এসেছে নতুন এই ফোনটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা মূলত আপার মিড রেঞ্জের এই ফোনটি অনেক রকম ফিচারে পরিপূর্ণ প্রথমে এর প্রিমিয়াম ডিজাইন এবং ৬.৬ ইঞ্চির সুপার অ্যামলেড ডিসপ্লে আপনার নজর করবে।

এছাড়া ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট 1000 neet ব্রাইটনেস এর সুবিধা। কনটেন্ট ওয়াচিং বা যেকোনো কাজে অসাধারণ অভিজ্ঞতা পেয়ে যাবেন ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০, ৬ ন্যানোমিটার চিপ। 


কাজেই দৈনন্দিন কাজ বা গেমিং সর্বক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেবে এই ফোনটি করতে পারবেন ইউটিউব ইন এবং ফেসবুকে ভিডিও এডিটিং ও করতে পারবেন। ক্যামেরা হিসেবে পিছনের ক্যামেরায় পাবেন মূল ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ ত্রিপল ক্যামেরা সিস্টেম সেটআপ। অসাধারণ সব ছবি তোলা যায় এই ক্যামেরা থেকে, যে কারো সাথে টক্কর দিতে পারে এই ক্যামেরাটি।

আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইপি ৬৭ ওয়াটার রেজিস্টান্ট এর মত প্রিমিয়াম কিছু ফিচারও থাকবে এই ফোনে।  এছাড়া ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার মিলি এম্পিয়ার এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ব্যাকআপ নিয়েও চিন্তা থাকছে না। ফোনটি ৫জি সাপোর্টেড ফলে ভবিষ্যতের জন্য আপনি নিশ্চিত থাকতে পারবেন।


Samsung Galaxy A34 5g feature


  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
  • Ram: ৮ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ১২৮ জিবি 
  • পিছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা ৪৮+৮+৫ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি-এম্প
  • Samsung Galaxy A34 5g এর দাম: ৪৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy A54 5g Price & Review 

Samsung Galaxy A54 5g Price & Review


samsung এর নতুন আরো একটি দামি ফোনের মধ্যে এ বছরের বাজারে এসেই জনপ্রিয়তা পেয়েছে আরেকটি মডেল Galaxy A54 5g । মূলত ক্যামেরার দিকে বাড়তি দৃষ্টি রাখা হলেও ফোনের সব ফিচারেই আছে ভারসাম্য। ফ্লাগশিপ গ্রেট এর ৬.৪ ইঞ্চি ১২০ হার্টজের অ্যামলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে এইচডি আর ১০+ এবং 1000 net ব্রাইটনেস দিতে পারে। ফলে কনটেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে সেরা এই ফোনটির পারফরম্যান্স। এটি samsung এর নিজস্ব ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৩৮০ চিপ রয়েছে এই ফোনে।

গেমিং বা ভারি কোন কাজে এটি খুব সহজ পারফরম্যান্স দিতে সক্ষম এছাড়া আর জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে ফোনটির ক্যামেরা হচ্ছে মূল আকর্ষণ। ও আই এস যুক্ত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে পিছনে ছবি তোলার ক্ষেত্রে বেশ পারদর্শী কোনটি এছাড়া ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। 

সামনে পাবেন ৩২ মেগাপিক্সেল অসাধারণ একটি সেলফি ক্যামেরা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ওয়াট এবং ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী এই ফোনে ব্যাকআপ এর দিক থেকেও উপরের সারিতে থাকবে এছাড়া ফাইভ-জি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গোরিলা গ্লাস ৫ আই পি ৬৭ রেটিং ইত্যাদি ফ্লাগশিপ ও ফিচার উপভোগ করতে পারবেন।

Samsung Galaxy A54 5g  feature


  • ডিসপ্লে: ৬.৪ ইঞ্চি
  • প্রসেসর: এক্সিনোস ১৩৮০
  • Ram: ৮ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ১২৮ জিবি 
  • পিছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা 50+13+5 মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: 32 মেগাপিক্সেল
  • ব্যাটারি: 5000 মিলি-এম্প
  • Samsung Galaxy A34 5g এর দাম: ৫৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy S23 Ultra 5G Price & Review 

Samsung Galaxy S23 Ultra 5G Price & Review



২০২৩ সালে স্যামসাংয়ের ফেলাশিপ সিরিজের সবথেকে শক্তিশালী ফোন এটি আগের বছরের থেকে বেশ কিছু জায়গায় উন্নতি এনেছে স্যামসাং মোবাইল ফোন কোম্পানি এই ফোনটিতে দেওয়া হয়েছে নতুন জেনারেশনের স্ন্যাপড্রাগন ৪ ন্যানোমিটার চিপ ৮ জেন ২। খুব দ্রুত গতিতে ভারী কাজ করা কিংবা গেম সবখানে ফোনটিতে পাবেন সেরা অভিজ্ঞতা। samsung এর নিজস্ব ৬.৮ ইঞ্চির ফেলাশিপ গ্রেডের ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে আছে এই ফোনটিতে যেকোনো ধরনের কনটেন্ট দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে এই মোবাইলটি। 


সেই সাথে স্যামসাংয়ের সেরা প্রযুক্তির ক্যামেরা তো আছেই এই ফোনটিতে পিছনে আছে চারটি ক্যামেরা যার মূল লেন্সটি ২০০ মেগাপিক্সেলের হাই রেজুলেশনের একদম শার্প ও সেরা ছবি তুলতে পারে এই ক্যামেরাটি যা সহজেই অন্যান্য ফেলাকসিভ ফোনের সাথে পাল্লা দেবে। আছে ১০ মেগা পিক্সেলের দুটি টেলি ফটো লেন্স ও ১২ মেগাপিক্সেলের একটি পাল্টাও হোয়াইট ক্যামেরা। 


সামনের সেলফি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের সেলফি তুললেও এটি বাজারে থাকা অন্যতম সেরা সেলফি ক্যামেরা। ৫ হাজার মিলি এমপির ব্যাটারি পাচ্ছেন ৪৫ ওয়াট চার্জিং সুবিধা পাবেন ১৫ ওয়াটের ওয়ারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। একটি আলট্রা প্রেমিয়াম ফোনের যেসব ফিচার থাকা উচিত তার সবকিছুই আছে ২০২৩ সালের অন্যতম সেরা এই ফোনটিতে।

Samsung Galaxy S23 Ultra 5G feature


  • ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • Ram: ১২ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ৫১২ জিবি 
  • পিছনের ক্যামেরা: কোয়াড ক্যামেরা ২০০ +১০+১০+১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: 5000 মিলি-এম্প
  • Samsung Galaxy S23 Ultra 5G এর দাম: ১৮২,৯৯৯ টাকা।

Samsung Galaxy A04 Price & Review 

Samsung Galaxy A04 Price & Review


samsung মোবাইলের কম বাজেটের ফোন গুলোর মধ্যে এটি জনপ্রিয় একটি মোবাইল ফোন। সুন্দর ডিজাইনের এই ফোনে ক্যামেরার দিকে আলাদা দৃষ্টি রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে ৫০ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। কম বাজেটের মধ্যে অসাধারণ ছবি তুলতে পারে এই মোবাইল ফোনটি।

বাজেটের মধ্যে অন্যতম সেরা ক্যামেরা মোবাইল ফোন হিসেবে বিবেচনা করা যায়। সেই সাথে পুরো ফোনটির ডিজাইন বেশ মিনিমাল ও সুন্দর। সাথে আছে ৬.৫ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্ল। মোবাইলপ্রেমীদের জন্য এটি হতে পারে অত্যন্ত সুন্দর একটি স্মার্ট ফোন রয়েছে ৩ জিবি রেম ও ৩২ জিবি মেমোরি স্টোরেজ।

গেমিং এর ক্ষেত্রে এই ফোনটি আপনাকে অনেক বেশি সার্ভিস না দিতে পারলেও মোটামুটি মানের একটি ভালো সার্ভিস দিবে তাছাড়া ভিডিও এডিট করা বা ইউটিউব এর জন্য ভিডিও বানানো সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রেও ফোনটি সহযোগী হতে পারে।

Samsung Galaxy A04 feature


  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: অক্টাকোর
  • Ram: ৩ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ৬৪ জিবি 
  • পিছনের ক্যামেরা: ডুয়াল ক্যামেরা ৫০+২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: 5000 মিলি-এম্প
  • Samsung Galaxy A04 এর দাম: ১৮২,৯৯৯ টাকা।

Samsung Galaxy S22+ Price & Review 

Samsung Galaxy S22+ Price & Review


2022 সালের samsung তাদের ফ্লাগশিপ ফোনের সিরিজ গ্যালাক্সি s22 বাজারে এনেছে। এটি সেই সিরিজের মধ্যম একটি ফোন। যাদের কাছে বাজেট কোন ব্যাপার নয় তাদের জন্য এই ফোন বছরের অন্যতম সেরা একটি মোবাইল ফোন হবে।

এটির ফিচার ও অন্য যেকোনো ফরে তুলনায় অনেক ভালো মানের সার্ভিস গ্যারান্টি এবং এতে আপনি পাচ্ছেন সুন্দর ক্যামেরা গেমিংয়ের জন্য এই ফোনটি একটা আদর্শ মোবাইল ফোন হতে পারে।


Samsung Galaxy S22+ feature


  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • Ram: ৮ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ২৬৫ জিবি 
  • পিছনের ক্যামেরা: তিন ক্যামেরা ৫০+১০+১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৫০০ মিলি-এম্প
  • Samsung Galaxy S22+ এর দাম: ১০৪,৯৯৯ টাকা।


Samsung Galaxy S22 Ultra Price & Review 

Samsung Galaxy S22 Ultra Price & Review



২০২২ সালের স্যামসাংয়ের সব থেকে দামি ও উঁচু স্পিকিং ফোন এটি। স্যামসাং তাদের সেরা সবকিছু এই ফোনেই দিয়ে দিয়েছে সবথেকে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮  জেন ১ জিপসিট তো আছেই। ক্যামেরার ক্ষেত্রে samsung একদম সকলকে হারিয়ে দিতে পিছনে দিয়েছি চারটি ক্যামেরা যার মেইন ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। ক্যামেরা সেটআপের জন্য অনেক একে ২০২২ ও ২৩ সালে  সেরা ক্যামেরা ফোন বলে আখ্যায়িত করেছেন।

Samsung Galaxy S22 Ultra feature


  • ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • Ram: ১২ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ২৫৬ জিবি 
  • পিছনের ক্যামেরা: কোয়াড ক্যামেরা ১০৮+১০=১০+১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৪০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি-এম্প
  • Samsung Galaxy S22 Ultra এর দাম: ১০৪,৯৯৯ টাকা।


Samsung Galaxy Note 20 Price & Review 

Samsung Galaxy Note 20 Price & Review


ক্যাটাগরির ফোন বলে এটি এখনো বেশ ভালো পারফরমেন্স দেয় স্যামসাংয়ের note সিরিজ তৈরি করা হয় বিজনেস বা প্রফেশনালদের কথা মাথায় রেখে। যারা দৈনন্দিন অফিসিয়াল কাজে ফোন কে ব্যবহার করেন। তাই এই ফোনের আছে ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লে এই ফোনের সাথে স্যামসাংয়ের আন একটি স্টাইলাস পেন থাকে যারা আপনি এ ধরনের কাজগুলো করতে পারবেন।

Samsung Galaxy Note 20 feature


  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: এক্সিনোস ৯৯০
  • Ram: ৮ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ২৫৬ জিবি 
  • পিছনের ক্যামেরা: তিনটি  ক্যামেরা ১২+৬৪+১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৩০০ মিলি-এম্প
  • Samsung Galaxy Note 20 এর দাম: ৯৯,৯৯৯ টাকা।


Samsung Galaxy ‍A53 5G Price & Review

Samsung Galaxy ‍A53 5G Price & Review



৫০০০০ টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা মোবাইল ফোন এটি samsung এখানে নিজস্ব ৫ ন্যানোমিটারের xinos 1280 চিপসেট দিয়েছে। যা বেশ ভালো পারফরম্যান্স দিতে পারে এবং সবরকম গেমস ও খেলতে পারবেন। সাথে ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আরটা ওয়াইট মেট্রো সেন্সরও ক্যামেরা। যাদের বাজেট ৫০০০০ টাকা তারা এই ফোনটি সবচেয়ে বেশি বিবেচনায় রাখতে পারেন।

Samsung Galaxy ‍A53 5G 20 feature


  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: এক্সিনোস ১২৮০
  • Ram: ৮ জিবি
  • ইন্টার্নাল স্টোরেজ: ১২৮ জিবি 
  • পিছনের ক্যামেরা: তিনটি  ক্যামেরা ১২+৬৪+৫+৫ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলি-এম্প
  • Samsung Galaxy ‍A53 5G এর দাম: ৪৬,৪৯৯ টাকা।

সর্বশেষ কথা: 

১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ



১০ টি সেরা স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ - আমাদের চোখে samsung এর বাজেট এবং পারফরম্যান্সের দিক বিবেচনা করে তুলে ধরা হয়েছে। সেরা 10 টি ফোনের দাম ও ফিচার এবং ছবি এই পোস্ট থেকে আপনারা samsung এর সেরা ফোনটি নির্বাচন করতে পারেন। সর্বশেষে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ওয়েবসাইটে ঘুরে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ ‌।


১০ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল,১৫ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ৫টি স্যামসাং মোবাইল ২০২৩,১০ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৩,স্যামসাং মোবাইলের দাম,স্যামসাং মোবাইলের দাম 2023।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post