বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | বাংলালিংক নাম্বার চেক

আজকের আলোচ্য বিষয়: বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | প্রিয় পাঠক বাংলালিংক সিম পরিচালনা করার জন্য অনেক কোড রয়েছে। 

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | banglalink all code 


যেমন: বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড, বাংলালিংক সিমের সকল অফার বন্ধ করার কোড, টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড, বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড, বাংলালিংক নাম্বার টাকা চেক, বাংলালিংক অফার চেক, বাংলালিংক এমবি অফার কোড, ইত্যাদি সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।

আমাদের এ আই বিডি-২৪.কম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।


বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড, প্রয়োজনীয় এই কোড গুলো আপনার সংরক্ষণে রাখলে, বাংলালিংক সিম ব্যবহার করতে আপনার সুবিধা হবে।

বাংলালিংক স্পেশাল সার্ভিস উপভোগ করার জন্য আমাদেরকে banglalink code ব্যবহার করতে হয়। তবে আপনি হয়তো বাংলালিংক সিমের অল্প কিছু কোড জানলেও সকল কোড জানেন না।

যদি আপনি বাংলালিংক সিমের সকল কোড তালিকা না জানেন তাহলে এই পোস্টটি আপনার জন্য, আপনি সঠিক ওয়েব সাইটেই প্রবেশ করেছেন।

কারণ এই পোস্টে আমি বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড লিখে দিয়েছি। আপনি বাংলালিংক সিমের সকল কোড জানতে পারবেন। এছাড়াও বাংলালিংক মোবাইল অ্যাপের মাধ্যমে banglalink এর সকল কোড এর তালিকা কিভাবে দেখতে হয় সে পদ্ধতি সম্পর্কেও আলোচনা করব।

বাংলালিংক কোড কেন জানা প্রয়োজন ?


বাংলালিংক এর সকল সার্ভিসে জন্য আলাদা আলাদা কোর্ট রয়েছে। যেমন আমরা যদি বাংলালিংক ব্যালেন্স চেক করতে চাই তাহলে *124*1# ডায়াল করতে হয়।

এছাড়াও বাংলালিংক মিনিট, এসএমএস, ইন্টারনেট বা এমবি ইত্যাদি সেট করার জন্য আলাদা আলাদা কোর্ট রয়েছে যেটা আপনাকে জানতে হবে।

আমরা যদি বাংলালিংক সিমের সকল সার্ভিসের কোড জানি তাহলে সেই কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক সিমের সকল সার্ভিস গ্রহণ করতে পারবো এবং চেক করতে পারব। এই হচ্ছে বাংলালিংক সকল সিমের কোড জানার প্রয়োজনীয়তা বা সুবিধা।

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড জেনে নিন। নিম্নে বাংলালিংক সিমের সকল কোড দেওয়া হলো। এই আর্টিকেলটি আপনার নোটবুকে সেভ করে রাখতে পারেন।

বাংলালিংক সিমের সকল কোড


  • বাংলালিংক আমার অফার কোড - *121*2#

  • বাংলালিংক সকল ব্যালেন্স চেক করার কোড - *121*1#

  • বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার কোড - *121*8*2*6#

  • banglalink এর বাংলা ফিক্স কোড *9494*126#

  • বাংলালিংক অ্যাডভান্স কোড *121*5#

  • বাংলালিংক ডক্টর ভাই কোড - *16643#

  • বাংলালিংক FNF, অফিস লোকেশন এবং কমপ্লেন কোড - *121*8#

  • বাংলালিংক গেম অন কোড - *2202*6#

  • বাংলালিংক অটো রিনিউয়াল সেটিং কোড- *121*1*2*1*2#

  • বাংলালিংক ইন্টারনেট লোন কোড - *121*5*2#

  • বাংলালিংক ইন্টারনেট অফার কোড - *121*3#

  • বাংলালিংক মিনিট অফার কোড - *121*4#

  • বাংলালিংক বান্ডেল অফার কোড - *121*4*7#

  • বাংলালিংক প্রিয়জন অফার কোড - *121*6#

  • বাংলালিংক রোমিং সার্ভিস কোড - *909#

  • বাংলালিংক এসএমএস অফার কোড - *121*4*8#

  • বাংলালিংক সেলফ সার্ভিস কোড - *121#

  • বাংলালিংক টফি কোড -  *266299#

  • বাংলালিংক ভাইব কোড - *28451*1#

এই হচ্ছে বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড। এখানে banglalink এর সকল প্রয়োজনীয় কোড রয়েছে। এবার আপনি বাংলালিংক সিমের সকল কোড সংগ্রহ করে রেখে দিন।

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড


Banglalink ServiceUSSD Code
My offer code*121*2#
Balance check*121*1#
Balance Transfer*121*8*2*6#
Banglaflix*9494*126#
Advance*121*5#
Dr. Bhai*16643#
FNF, Office Location and Complaint *121*8#
Game on*2202*6#
Auto renewal setting*121*1*2*1*2#
Internet Loans*121*5*2#
Minute offer*121*4#
Bundle offer*121*4*7#
Priyo offer*121*6#
Roaming service*909#
SMS offer *121*4*8#
Self service*121#
Toffee code*266299#
Banglalink Vibe*28451*1#
My Bl AppUse
Collect   all
offercodes
AiBd
24.com


প্রিয় পাঠক, এই ছিল banglalink এর সকল কোডের লিস্ট। এখানে বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড লিস্ট করে দেওয়া হয়েছে। 


এখন আপনার মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে banglalink সিমের সকল কোড লিস্ট বের করার পদ্ধতি দেখে নিন।

বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক সিমের সকল কোড তালিকা বের করার নিয়ম জানাবো নিচের আর্টিকেলে। আপনি খুব সহজেই আপনাদের বাংলালিংক সিমের সকল কোড লিস্ট বের করতে পারবেন।

এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগলের play store এ গিয়ে সার্চ করুন My Banglalink App । অথবা সার্চ করুন My Bl App বা এই লিংকে প্রবেশ করুন। 

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | banglalink all code

অতঃপর এই অ্যাপটি ওপেন করুন।

নিচের পিকচারটি তে লক্ষ্য করুন। Long in অপশনে ক্লিক করুন।

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | banglalink all code

নিচের পিকচারটি লক্ষ্য করুন। আপনার বাংলালিংক মোবাইল নম্বরটি দিন। 

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | banglalink all code

এবং Get Otp অপশনে ক্লিক করুন। ওটিপি আসবে এবং সাথে সাথে অ্যাপটি লগইন কমপ্লিট হয়ে যাবে।

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | banglalink all code

এবার এখান থেকে আপনি বাংলালিংক ব্যালেন্স, এমবি, মেসেজ, এবং যাবতীয় তথ্যগুলো চেক করতে পারবেন।


সর্বশেষ: বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড, বাংলালিংক নাম্বার চেক নিয়ে আলোচনা করেছি আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হতে পারবেন। কারণ এখানে banglalink সিমের সকল প্রয়োজনীয় কোড এর তালিকা প্রকাশ করা হয়েছে। যা একজন গ্রাহকের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ।


Google searching keywords: বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড,বাংলালিংক ব্যালেন্স চেক,বাংলালিংক সিমের সকল কোড নাম্বার,বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড,বাংলালিংক সিমের সকল কোড।,বাংলালিংক এমবি চেক,বাংলালিংক এম বি চেক,পুরো ভিডিওতে দেখে নিন বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড,বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড,বাংলালিংক,বাংলালিংক মিনিট কেনার জন্য,বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডগুলো দেখে নিন একসাথে,বাংলালিংক এর সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post