এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয়: এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড - সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ।

এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

এয়ারটেল সিম ব্যবহারকারী গ্রাহকরা প্রায় সময় তাদের এয়ারটেল ব্যালেন্স চেক করার প্রয়োজন হয় বা এয়ারটেল নম্বর দেখার প্রয়োজন হয় ইত্যাদি পরিষেবার জন্য বিভিন্ন কোড ডায়াল করতে হয়।


এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড অনেকে হয়তো জানেন না তাই গুগলে বা youtube এ খোঁজাখুজি করছেন তাদের জন্যই আজকে আর্টিকেলটি।


এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড পেতে হলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন কারণ এই আর্টিকেলের মাধ্যমে এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে তালিকা প্রকাশ করা হলো।


এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

সার্ভিস সমূহকোড
ব্যালেন্স চেক কোড*1#
নাম্বার চেক কোড*2#
এমবি চেক কোড*3#
ইন্টারনেট প্যাকেজ কেনা*4#
জনপ্রিয় ভ্যানস বন্ধ ও চালু*5#
নিজ প্যাকেজ ও কল ট্যারিফ*6#
প্রমোশনাল SMS বন্ধ ও চালু*7#
এয়ার ক্রেডিট*8#
ভ্যালু সার্ভিস বন্ধ*9#
মিনিট বান্ডেল*0#


এয়ারটেল ব্যালেন্স চেক কোড


প্রিয় পাঠক, একজন নতুন অথবা পুরাতন এয়ারটেল সিম ব্যবহারকারী তার এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার নিয়ম জানেন না।


তাইতো সম্ভবত আপনি এই আর্টিকেলটি ভিজিট করছেন নিচে airtel ব্যালেন্স চেক করার কোড ও নিয়ম সম্পর্কে বলা হলো।


কিভাবে ইউএসডি কোড ডায়াল করে এয়ারটেল ব্যালেন্স চেক কোড ডায়াল করে আপনার এয়ারটেল নম্বর বের করবেন তা এখানে লক্ষ্য করুন।


এয়ারটেল ব্যালেন্স চেক কোড হল *778# এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন।



এয়ারটেল মিনিট চেক কোড


একজন এয়ারটেল ব্যবহারকারী জানে না যে এয়ারটেল সিমের মিনিট চেক করে কোন ইউ এস ডি কোড দিয়ে। আর এটা জানার জন্য অনেকেই গুগল বা ইউটিউবে এয়ারটেল মিনিট চেক কোড বাংলাদেশ লিখে সার্চ করেন।



এয়ারটেল মিনিট চেক করার সঠিক কোড হচ্ছে *778*0# অর্থাৎ আপনার বর্তমান এয়ারটেলে কত মিনিট টকটাইম বাকি রয়েছে তা চেক করার জন্য আপনার ডায়াল প্যাড গিয়ে ডায়াল করুন *778*0# ফিরতি মেসেজে আপনার এয়ারটেল সিমে বর্তমানে কত মিনিট টাইম রয়েছে তা দেখতে পাবেন। 


*77# এই ইউ এসডি করতে ডায়াল করেও আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট টকটাইম অর্থাৎ মিনিট দেখতে পাবেন।


এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড


প্রিয় পাঠক জরুরি প্রয়োজনে আমাদের অনেকেরই মোবাইলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার দরকার হয়।


কিন্তু এয়ারটেল সিম অনেকেই কম ব্যবহার করেন যার কারণে অনেকেই জানেনা কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় বা এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড কি।


আরো পড়ুন: টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড


এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাকে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যেতে হবে এবং ডায়াল করতে হবে । *141# এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। অথবা শুধুমাত্র *8# ডায়াল করেও এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যায়।


এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড


প্রিয় পাঠক, আপনি আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পরে তা চেক করার জন্য একটি কোড ডায়াল করতে হবে। *7778# ডায়াল করুন সাথে সাথেই আপনার বর্তমান ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে পাবেন।


*1# আপনার মোবাইলে ডায়াল প্যাড থেকে এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার বর্তমান ইমারজেন্সি ব্যালেন্স বা ব্যালেন্স চেক করতে পারবেন আশা করি আপনারা এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এবং ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।


এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার কোড


এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার সেবাটি এয়ার টেল এর গ্রাহককে কিছু নির্দেশনা অনুসরণ করে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে।


লেনদেনের জন্য গ্রাহকরা টাইপ করুন- BTR PIN এবার গ্রাহকের নাম্বার দিন। এরপর টাকার পরিমান দিন। এরপর পাঠিয়ে দিন 1000 এই নম্বরে ফিরতে এসএমএসে গ্রাহকের কাছে টাকা পাঠানোর মেসেজ পেয়ে যাবেন।


এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড


  • এয়ারটেল সকল ব্যালেন্স চেক করার কোড - *1# 

  • এয়ারটেল  FNF কোড - *121*89#

  • এয়ারটেল ইন্টারনেট লোন কোড - *141*8#

  • এয়ারটেল  ইন্টারনেট অফার কোড - *121#

  • এয়ারটেল  মিনিট অফার কোড - *778*0#

  • এয়ারটেল বান্ডেল অফার কোড - *0#

  • এয়ারটেল এসএমএস অফার কোড - *321*150#

উপরে উল্লেখিত কোড গুলো ব্যবহার করে airtel এর প্রত্যেকটি সার্ভিস চেক করা এবং সার্ভিস উপভোগ করতে পারবেন।


সর্বশেষ


প্রিয় পাঠক, এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড - এবং বিভিন্ন সার্ভিস সম্পর্কিত আলোচনাটি এখানে শেষ করলাম। এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে লেখার আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এয়ারটেলের প্রত্যেকটি সার্ভিসের কোড সম্পর্কে সঠিক ধারণা পাবেন।

নোটিশ: আমাদের ওয়েবসাইটে বাংলালিংক, গ্রামীন, টেলিটক, রবি, এয়ারটেল সহ সকল অপারেটরের সার্ভিস সম্পর্কে আর্টিকেল রয়েছে। 

আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।


Google searching keyword: এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড,সকল সিমের দরকারি কোড,এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড,সকল সিমের প্রয়োজনীয় কোড,এয়ারটেল সিমের ব্যালেন্স চেক,এয়ারটেল সিমের দরকারি সব কোড,এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড সমূহ,এয়ারটেল সিমের সকল অফার,ওয়ারটেল সিমের সকল কোড,ওয়ারটেল সিমের সকল অফিসিয়াল কোড,সকল সিমের প্রয়োজনীয় সার্ভিস কোড।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post